উড়ো চিঠি হলুদ খামে,
চিঠি ছিল দাদুর নামে।
দাদু তখন অমরধামে
চিঠি পড়ে বাবা ঘামে।
রঘু ডাকু চাইছে টাকা
বাবার তখন হস্ত ফাঁকা।
সময় তখন যাচ্ছে চলে
রাতের বেলায় আসবে বলে।
ভয়ে সবাই কাঁদতে থাকি
টাকা দিলেন ছোটো কাকি।
রঘু ডাকু রাতে এল
মায়ের হাতে রান্না খেলো।
সবাই তখন উঁকি মারে
কাকা বলেন হারে রেরে।
কাকি তখন মিচকে হাসে
আমরা সবাই ছিলাম ত্রাসে।
বাবা দেখি বকা দিলেন
কাকু যেন তখন ভিলেন।
কাকি বলে বকুন দাদা
খাচ্ছে দেখুন গাদা গাদা।
একাই উনি খেয়ে যাবেন
এমন বৌদি কোথায় পাবেন!
এমন মজা করে কি কেউ
মোতি ডাকে তখন ঘেউঘেউ।