সবুজ সবুজ জলরাশি
শ্যাওলা ভেসে থাকে,
সারস পাখি হঠাৎ যেন
মাথা তোলে ফাঁকে।
হলুদ রঙের চঞ্চু দিয়ে
মাছকে দেখি ধরে,
কপাত করে মাছে কামড়
রক্ত দেখি ঝরে।
মৎস্য বলে কোথায় বাপু
নিশ্চিন্তে যে থাকি,
নিজের জলে খেলা করি
কামড়ে ধরে পাখি।
আভিস হয়ে পিসিস ধরে
এ কেমন যে খেলা,
খাদ্য শৃঙ্খল শুনেছি যে
ভয়ে কাটে বেলা।
বিদায় বেলায় বলে মৎস্য
খুনখেরাপি কেন!
শিকার করে হাসছ দেখি
মরণ এলো যেন।
সারস চোখে ঝিলিক মারে
মাছটা এখন খাবে,
খেয়ে দেয়ে পেটটা পুরে
অন্য পুকুর যাবে।