পাহাড়, তুমি কত সুন্দর!
থাকো মাথা উঁচু করে,
চারিদিকে গিরিশ শৃঙ্গ
থাকে না মন নিজ ঘরে।
রবির আলোয় ঝলমল করো
গাত্র দিয়ে ঝর্ণা নামে
হাতছানিতে ডাকো শুধু
মন বসে না কোন কামে।
তোমার রূপে পাগল হয়ে
শুধু অবাক চোখে দেখি,
আকুল হয়ে উদাস মনে
কেবল তোমার ছবি আঁকি।
হে গিরিরাজ মৌনী তুমি
ধবল শুভ্র মুকুটধারী,
শ্যামল শোভা বুকের মাঝে
স্নাত করে তোমার বারি।
পাহাড় তুমি আছো বলে
ঝর্ণা খিলখিলিয়ে হাসে
উষ্ণায়নে গলছ তুমি
বিশ্ববাসী তাইতো ত্রাসে।