ও রামধনু হাসছ তুমি!
মন বাগিচায় এসো,
সাতটি রঙের সমাহারে
আমায় ভালো বেসো।
সাতটি রঙের ফুলগুলোকে
সযতনে তুলি,
ফুলদানিতে সাজাতেই যে
মুখে ফোটে বুলি।
তুমি আমার বর্ণালী গো
আঁধার মনের আলো,
আমার দুঃখী মনে তুমি
কেমন আলো জ্বালো!
মন বাগিচায় এসে তুমি
জাগাও প্রেমের কলি,
তিতলির মতো উড়ে বেড়াই
খুশির কথা বলি।
তোমার রূপের মাধুরীতে
সাতটি রঙে ডাকি
কখন তুমি চলে গেলে
দিলে আমায় ফাঁকি।