আয় সকলে সবাই মিলে
রথের মেলায় যাবি
পাঁপড় ভাজা আলু কাবলি
ইচ্ছেমতো খাবি।
রাজা,গজা হুতুম ভোলা
সবাই মিলে চলো
নাগর দোলা চড়বে কারা
তাড়াতাড়ি বলো।
কথা বলা পুতুল দেখে
হাসছে দেখো গজা
সবই হাতের কেরামতি
পাচ্ছে সবাই মজা।
ম্যাজিক দাদা খেলা দেখায়
পা বাড়িয়ে চলি।
মনোযোগ যে বিঘ্ন ঘটে
মুখে গানের কলি।
বন্দুক দিয়ে বেলুন ফাটাই
মনটা থাকে সঠিক
ফায়ারিং পান খেতে গিয়ে
হাসছে খোকা খিকখিক।