নিভে যাওয়া আলো জ্বেলে অন্ধকার কিনেছে জোনাকি।
ডানায় রেখেছে কিছু গুঁড়ো সাঁঝের আলো।
গেরস্থ সন্ধ্যা বাতি জ্বেলেছে তার ছোঁয়ায়।
দূর গাঙের জলে ভেসে যায় ভাটিয়ালি সুর।
চন্দ্রিকা নেমেছে চাঁদের গা ঘেঁষে দিগন্তের পায়ে।
অযাচিত কিছু শিউলি কুঁড়ি পথ ভুলেছে আকন্দের সৌরভে।
মেঠো ধানের আলে নেচে যায় কলমির ফুল।
ক্লান্ত দেহে বাঁশির সুরে ভর করে ঘরে ফেরে আদুল গায়ের রাখাল।
শেষ আকাশের তাপে স্নানরত মন্দাকিনী হরণ করে ধরিত্রীর সকল গ্লানি।
শাঁখ বাজে,বাজে উলুধ্বনি বাতাসের প্রতি রন্ধ্রে রন্ধ্রে।
নামে রাত আঁধারের আলতা পরে আলতো পায়ে।
পথ হারা নাম না জানা পাখি খুঁজে যায় সংসার আমার মতো।
ঝরে পড়ে নিঃশব্দে দেবতার ছোঁয়া না পেয়ে বনফুল।
তোমায় কিছু না বলা কথা আজও দাঁড়িয়ে অপেক্ষার নিঃস্ব দেউলে।
যদি অকস্মাৎ জ্বলে ওঠে দীপ তোমার চরণ ধ্বনিতে…