কাব্য মানে
কাব্য মানে বন্ধ চোখের স্বপ্ন উড়ান
কাব্য মানে ভরা নদীর বাঁধভাঙা গান
কাব্য মানে ভেজা মাটির একতারা সুর
কাব্য মানে নীল মলাটের মূর্ত শ্লোগান।
কাব্য মানে নিষেধভাঙা অবাধ্য প্রেম
কাব্য মানে দিশেহারা রক্তপ্লাবন
কাব্য মানে স্নায়ুকোষের রাত প্রহরা
কাব্য মানে পদ্মপাতায় অঝোরে শ্রাবণ।
কাব্য মানে নীল আকাশের শামিয়ানা
কাব্য মানে তেপান্তরের নকশীকাঁথা
কাব্য মানে মনসায়রের আরূপরতন
কাব্য মানে চরৈবেতীর জীবন গাঁথা।