বিবর্ণ বিবশ জীবনটায় সহস্র শূন্যের
অজস্র ছড়াছড়ি।
শূন্যতা-ভালোবেসে কোণঠাসা প্রাণ
পূর্ণতার দিকে বাড়ায় হাত।
সেই হাত কুঞ্চিত ঘৃণায় সরায়
একরাশ অভিমান।
এত শূন্যের প্রেমিকের ভরাট
সংসারে নেই যেন কিঞ্চিত অধিকার,
চিরসত্য তবু কখনো পরাস্ত হলে
উল্লাসের দৃশ্য দেয় যে ধরা,
ধরায় তখন তার পুণ্যের হাতছানি,
ভেতরে জাগে মহোৎসবের অঙ্গীকার।