দিব্যি প্রতিবেশীর মাটি পৃথক বুঝি চলনে।
কাঁটাতারের আক্রোশ চুঁয়ে চুঁয়ে পড়ে
দুটি দেশের চাওয়া -পাওয়ার মধ্যিখানে।
বেড়া ভেঙে একাত্ম হতে কত কত চাহিদা
গুমরে গুমরে মরে কলিজার হাহাকারে।
তবু নদী বয়ে চলে তরীটির উথাল-পাথাল
সাক্ষী হয়ে নিজস্ব ভঙ্গিমায়।
এখানেই দুঃখ হামাগুড়ি দিয়ে ক্ৰমবর্ধমান ,
এখানেই ভিন্ন ভিন্ন অস্তিত্বে মনটা আনচান।
তবে আরো আরো সহজ-সরল জীবনভূমিতে
দু-পাড়ের মানুষের একাত্মতাই বড় প্রাঞ্জল।
কাঁটাতারের বিভীশিখায় ভাবনার অলিগলি এড়িয়ে
এখনো রবিঠাকুর বেঁচে দুটি প্রান্তের জাতীয় সংগীতে।
এখানেই সুখ জ্বলজ্বল মুখে বেড়ার আস্ফালন
তুচ্ছাতিতুচ্ছ ভেবে গর্বে অনুভবে দারুণ মাতে।