নৈসর্গিক
প্রবাসী মুগ্ধতায় রজনী ডুবেছে জ্যোৎস্না-আহ্লাদ।
রূপ-ছটা প্রতিফলন নিজেকে দেখায় দর্পণ-সম
জংলী জলায় ডুব-সাঁতারেই চতুর পারঙ্গম!
শিহরিত পলগুলোয় কান্নার মহামারী মৌ-গুঞ্জনে
ছায় উপদ্রুত মহল্লা ।
রণ ও রঙ্গক্ষেত্রে উত্তাল দামালেরা এখনো অর্বাচীন।
পুড়ছে জমি, পোড়ে নির্নিমেষ বাহুল্যে
আর কতকাল সুস্থির থাকে অক্ষতযোনির ক্রন্দন ।
নমস্য স্নিগ্ধতায় চুম্বক-প্রভায় বশীভূত মগজে
ক্রীড়ারত পোকাদের দর্পচূর্ণ আজো সঞ্জীবনী–
দূরাগত সাতরঙ্ ভেজানো দরজায় খুব লুটায়,
ডানা মেলে তখন মেঘেরা সহর্ষে হারায় ।