চারিদিকে আঁধার ঝমঝমিয়ে বৃষ্টি
তারপর অবেলার রোদ আসে,
আঁধার সরে যেতে নতুন আলো
সেও যে প্রকৃতি ভালোবাসে।
সবুজ পাতায় ফুলে রঙের ফাগুন
তবু সে যেন দোলাচলে ,
বুঝতে পারেনা ক্ষণিকের রোদ্
না ক্ষণিক বৃষ্টি এলে
ভালোবাসা পরিপূর্ণ বিকশিত হবে?
মেঘ ও রোদের নতুন ছলে!
দূরে সুরে সুরে গাইছে পাখি গান
প্রফুল্ল হিয়ার স্বাগত চিত্তে,
বিষন্নতা করে অবসানে হাসি
বাতাস মেতেছে নৃত্যে,
ধানের শীষে সোনার রঙের ছোঁয়া
দুর্লভ মুহূর্তেরা গতিময়,
কলেবর তনু এ কোন আভরণে
বোধনের দিন গুনে যায়!