আজ সকালে ঘুম ভেঙে মনে হোলো
আমি এখনো বেঁচে আছি!
কি আশ্চর্য ভাবে বুঝলাম –
অন্তিম নিঃস্বাস বন্ধের জন্য
অন্য কোনো ফাঁদ চাই
কারণ এখনও আমি বেঁচে আছি,
অনেক গরল বিষে ছেয়ে আছে
অকবির সমস্ত দেহ মন সবটাই।
ভিন্ন কোনো পন্থা বা অন্য কিছু চাই…
তাই এখনও বেঁচে আছি বন্ধু।
দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে পথ চলছি,
যারা মস্করা করবে ভেবেছিল বা
যারা সমবেদনা জানাতে একত্রিত
আমার দরজায় কৌতূহলি দৃষ্টিতে
তাঁদের ভীড় সরিয়ে দাও…
হ্যাঁ বন্ধু!
আমি এখনও বেঁচেই আছি।