জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এলাম
অনেকগুলো বসন্ত শুধু তোমারই পথ চেয়ে
চিঠিগুলো আজ ও পুরানো খামের ভাঁজে
প্রহর গোনে দীর্ঘ অপেক্ষায়
জানি তুমি আজ নেই যে আমার সাথে
আমার একলা দিন কিংবা রাতে
তবুও আশায় ঘর বাঁধে এই মন
রোজ দিনে রাতে প্রত্যেকটা ক্ষন
জানি তুমি আসবে না আর ফিরে
বোঝে না যে তা আমার আবেগী মন
বসন্ত যতই আসুক ফিরে ফিরে
জ্বলবে না আলো আমার নষ্ট নীড়ে