নারী শক্তির নেই তুলনা
ত্রিভুবনের মাঝে,
স্বয়ংসিদ্ধা নারীজাতি
দশভূজার সাজে।
অরূপ সৃষ্টি বিধির নারী
স্বমহিমায় রাজে,
স্নেহ- মায়া দিয়ে গড়া
দক্ষ সকল কাজে।
পরকে আপন করে নারী
ভালোবাসা দিয়ে,
শ্বশুরবাড়ি,স্বজন – জ্ঞাতি
জুড়ায় সবার হিয়ে।
গুণের আলোয় জগত মাঝে
বন্দিতা হয় নারী,
কল্যাণ মাগে কায়মনেতে
আপন স্বার্থ ছাড়ি।
পুরুষ- নারী হয় না পূর্ণ
একে অন্যে ছাড়া,
পরস্পরে সম্মান দিলে
সুখে রবে তাঁরা।