বাগে ভরা আলো করা কত ফুল ফোটে রে
কত ফুল ফোটে।
মধু খেতে মধুকরে ফুল বাগে ছোটে রে
ফুল বাগে ছোটে।
আঁচলে তে রাঙা বধূ কত ফুল তুলে যে
কত ফুল তুলে।
বাতাসের দোলা লাগে তাঁর খোলা চুলে যে
তাঁর খোলা চুলে।
ফাগুনের রূপ দেখে মনে রঙ লাগে রে
মনে রঙ লাগে।
সুধামাখা কত স্মৃতি হৃদি মাঝে জাগে রে
হৃদি মাঝে জাগে।
আবেশে তে প্রেমরাগে সুখে মন ভরে হে
সুখে মনে ভরে।
সৃজনের অনুরাগে কবি লিখে থরে হে
কবি লিখে থরে।
নিধুবনে রাধা কৃষ্ণ সবে হোলি খেলে গো
সবে হোলি খেলে।
প্রিয় সখা কাছে এলে মন পাখা মেলে গো
মন পাখা মেলে।
ভালোবাসা ভারী খাসা সুখে দোলা জাগে রে
সুখে জাগে দোলা।
মন পাখি গান গায় হৃদি দোর খোলা রে
হৃদি দোর খোলা।