অন্যের দোষটা দেখার আগে
নিজের দিকে দেখো,
তোমার মাঝে সে দোষ কি নেই
বিচার করতে শেখো।
দোষ দেখাতে তুমি যখন
একটি আঙ্গুল তুলো,
বাকি চারটি তোমার পানেই
সেকথা না ভুলো।
দোষে-গুণে এই ভুবনে
মানুষ ঘরে ঘরে,
সুজন হয়ে শোধরে নিলেই
প্রীতিতে মন ভরে।
নিজে যদি হওগো ভালো
মনে জ্বালো আলো,
সখ্যতাতে দাও ঘুচিয়ে
অন্যের মনের কালো।
সঠিক বিচার করতে শেখো
তবেই ঘুচবে ভ্রান্তি,
নির্মল মনে প্রভুর বসত
মিলে অপার শান্তি।