সবুজের রাশি বড়ো ভালোবাসি
দেখে খুব ভালো লাগে ,
গাছ ভরা ফল ফুল নদী জল
বেঁচে থাকা সাধ জাগে।
মাঠ ভরা ধান চাষি গায় গান
কত আশা বুনে মনে,
ঘুচে যাবে দুখ পাবে মনে সুখ
ধান বেচে ফেলা সনে।
পাখি ধরে সুর ঘুম ভাগে দূর
খুলে দেয় সবে দোর,
বাগে ফোটে ফুল ছুটে অলি কুল
মনে জাগে প্রীতি ঘোর।
তরু লতা ছায়া দেয় কত মায়া
জুড়ে যায় দেহ মন,
গাছে নয় হেলা শোনো এই বেলা
ধরা জুড়ে চাই বন।
সবুজের শোভা কত মনোলোভা কেটে করো নাকো শেষ,
গাছ দিলে শ্বাস সুখে করো বাস
বেঁচে রবে সবে বেশ।
বৃক্ষ আছে বলে পাই বল ফলে
রক্ষা পাই ঝড়ে সবে,
গাছ কাটা তাই আর নয় ভাই
পণ করো আজ তবে।
সবুজেরমেলা করে কত খেলা যত দেখি লাগেবেশ,
মান হুঁশ নিয়ে জাগে যদি হিয়ে
মনে রবে সুখে রেশ।
গাছ পুঁতে সবে জল দিলে তবে
বড় হবে গাছ যবে,
সুখে রবে তাই ফল খাবে ভাই
গাছে ফল যবে হবে।
গাছ বড় ধন জেনো সব জন
গাছের যতন করো,
যত গাছ হবে ফুল ফল রবে
ভবে সুখে বাস করো।