ধন্য সেই পুরুষ! ধন্য সেই জ্বলন্ত ইতিহাস !
যাঁর উজ্জ্বল বাস -লক্ষকোটি মানুষের হৃদয়ধাম!
কোন কোন নাম হয় —–প্রতীকে রূপান্তরিত
চিন্তনে–মননে–শ্রদ্ধায়–স্মরণে চির -উদ্ভাসিত
যে নামে -জড়িয়ে থাকে জাতির সুগভীর প্রত্যয়
যে নামে —-প্রতিবাদী আগুন জ্বলে–ঘুচে ভয়
যে নামের স্মৃতি বাংলার বুকে- প্রখর সূর্য্যের আলো
যে নামে বাংলার-নদী-মাঠ-ঘাট- খুশিতে ঝলোমলো
যে নামে মেঘনা-পদ্মা-কর্ণফুলির স্রোতধারা বহমান
সেই কিংবদন্তী ! জাগ্রত ইতিহাস মুজিবুর রহমান!
কাল হ’তে কালান্তর ইতিহাসে- অক্ষয় তোমার কথা
তোমার মতন সুপুত্র পেয়ে ধন্য, জন্মভূমি মাতা
বাংলার পূণ্যভূমিতে মিশে আছে বীর শহিদের গাঁথা
বাংলামায়ের আঁচলের ঘ্রাণে-তরতাজা মুজিব কথা
বাংলার কবি যতোই লিখুক কাব্য-কবিতা -গান
হৃদয়ের আখরে প্রতিছত্রেতে–মুজিবুর রহমান !
বাংলার মুক্তি –বাংলার শান্তি— মুজিবুর রহমান
পাক সেনাদের চোখের ত্রাস! বিভীষিকার নাম
যাঁর দৃপ্ত কন্ঠের নির্দেশে মৃত্যুকে অতি তুচ্ছ মানি
লক্ষ প্রাণে জ্বলে বহ্নিশিখা -জীবন দিল কুরবানি
ছুটলো যাঁরা দেশকে বাঁচাতে -জীবন দানের পণে
রাজভয়,বুলেট,কারাশৃঙ্খলের শংকা ছিলো না মনে
‘ মুজিবুর রহমান ‘–মানেই বাংলাদেশের স্বাধীনতা
‘মুজিবুর রহমান’- মানেই-মুক্তি-শান্তি-ঐক্য–সাম্যতা
‘ মুজিবুর রহমান’-মানেই –উন্নতশির প্রতিটি বাঙ্গালীর
‘মুজিবুর রহমান’-মানেই-সমুদ্যত খড়্গ-নৃশংশ পাকির
‘ মুজিবুর রহমান’-মানেই চেতনায় ঢেউ,রুধিরেআলোড়ন
‘মুজিবুর রহমান’ মানেই-প্রতিবাদী ভাষা,দৃপ্ত রোষ বর্ষন
বাংলার বাতাসে, যার জন্যে শুনি স্বাধীনতার জয়গান
যাঁর মহতী কীর্তিকথা বন্দনা করে প্রতিটি বাঙ্গালী-প্রাণ
ধন্য সেই পুরুষ মুজিবুর রহমান ! ধন্য জাতির পিতা !
নক্ষত্র-সম উজ্জ্বল মুজিবুর-‘একটি ঐতিহাসিক কবিতা’