মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ের দুলুনিতে দোদুল্যমান আমার নৌকাখানা।
বুঝিনি নৌকায় চেপে সমুদ্রে যাত্রা করা কতটা কঠিন, কতটা যন্ত্রনাময়।
যখন তরীখানা বাইবো বলে সমুদ্রের পথে পাড়ি দিলাম
তখন ও তো তুমি ছিলে পাশে, বটবৃক্ষের মতো ছায়া হয়ে।
হঠাৎ মাঝ সমুদ্রে একা করে দিয়ে চলে গেলে কোন্ অজানায়।
সেদিন থেকে উপলদ্ধি করেছি তোমার উপস্থিতির মূল্য কতটা ছিল।
অহংকার গ্রাস করে ছিল তাই তোমার মূল্য বিচারে লিপ্ত হয়ে ছিলাম।
চলে গিয়ে সঠিক মূল্যটা বুঝিয়ে দিয়ে গেলে !
আজ আমি অসহায় , আমার নৌকা মাঝ সমুদ্রে দোদুল্যমান।
অবিরাম লড়াই চলছে ঢেউয়ের সাথে।
যদি আর একবার ঠিক আগের মতো করে আমার নৌকার হালটা শক্ত করে ধরে রাখতে!
জানি তুমি যেখানে গেছ সেখান থেকে ফিরে আসা যায় না।
তবু প্রতিদিন খুঁজি তোমায় আমার আশেপাশে।