আজো জাগে চাঁদ আকাশের বুকে
আজো বহে চলে যমুনা
আজো আছি আমি আমারি মতো
শুধু তুমি আজ আনমনা।
আজো পাখি ডাকে গাছগাছালিতে
আজো দ্বিপ্রহর নিরালা
আজো গোধূলির অস্তরাগে মন-
তোমাতেই হয় উতলা।
আজো বৈশাখী ঝড়ের রাতে একা
আজো খুঁজি প্রিয় তোমায়
আজো আনমনে তুমি একান্তেই
মত্ত নিজের ভাবনায়।
আজো মনকেমনের সুরে সুরে
আজো বিষণ্ণ বাঁশি বাজে
আজো সাঁঝ নামা জীবনে আমার
ডাক এলো না কোন কাজে।।
প্রতীক্ষা সত্ত্বেও (Patiksha Sotteo by Ranjana Guha)