চলমান সময় ও সব অনিবার্যতা কাঁধে
এগিয়ে চলছে নিয়ত দিন রাত্রি,
পথ নেমে যাচ্ছে সমতল ছেড়ে
কখনো উত্তর থেকে দক্ষিণ মেরু,
আদিম অরণ্য-হিংস্রতা থেকে
সভ্যতার বিস্তৃত মহীসোপানে…
তলিয়ে যাচ্ছে অগণিত চিরায়ত বিশ্বাস
হলুদ বোধের গভীরে।
অন্তর্নিহিত সবুজ আলো গ্রাস করছে
ফ্যাকাশে পাণ্ডুর–
বিদায়ী সম্ভাষণে বিবৃত কোনো
লুপ্ত প্রেমের টুকরো ছবি…
মলিন দিন-রাত্রির ক্ষুদ্র পরিসরে হয়তো
মুছে যাবে লোনাজলের স্মৃতিচারণে।