যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি
ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে।
যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বরমাল্য,
সে বয়সে তোমার কণ্ঠ রুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে।
যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে
রমণীর কোমল বাহুর ব্যগ্র-মুগ্ধ আলিঙ্গন,
সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিমশীতল বাহু।
তোমার কলম নিঃসৃত প্রতিটি পঙক্তির জন্য
যখন তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক-চুম্বন,
তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যুহীরক বিষ।
তোমার কবিতা আমরা একটি পড়িনি আগে।
কিন্তু’ যেদিন ওরা রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলাল
তার পরদিন, সারা পৃথিবীর ভোরের কাগজে
ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা
আমরা জানলাম কী গভীরভাবেই না তুমি
ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে।