সংখ্যাগুরু সংখ্যালঘু
ভীষণ ভারি ভারি নাম,
এদেশ বলো বা ওদেশ
জীবনের নেই কোনো দাম!
ধর্মের নামে সুড়সুড়ি,
ভাইয়ে ভাইয়ে মারামারি।
রাজা চুপটি করে বসে,
রাজনীতির হিসাব কষে!
আমরাই আসল বোকা,
খাই তাই শুধু ধোঁকা!
কলম কেন আজ বন্ধ,
লাগে মনে বড়ো ধন্দ।
রোজ সন্ধ্যায় টক শো,
লাগে যেন মকসো।
কোন্ পথে সমাধান,
দয়া করে বাতলান।
আলোচনাই হবে সার,
দোষীরা পগাড় পার।