রবীন্দ্র-সাগরে ডুব দিয়ে মনি-মুক্তা আহরণে
উল্লসিত এক অনন্য অভিজ্ঞতা।
সেখানেই জীবন্মৃতরা বেঁচে থাকার হদিশে
বারবার আসে ফিরে ফিরে সাগরের আস্বাদনে,
সেখানেই তুচ্ছ স্বার্থের সংঘাতে লিপ্ত জীবন
সন্ধান পায় সাগরের মহান অনন্যতা।
ধর্ষণ-বর্ষণে হাল আমলে সমাজের কোণে কোণে
কম্পিত হৃদয় পশুদের মহাআস্ফালনে,
তখন তুমিই আরো উজ্জ্বল ভরসা সভ্যতার সংকটে।
এমন আপদ-বিপদ অতিক্রমে তোমাতেই খুঁজি
সঠিক পথের দিকনির্দেশ অসীম মুগদ্ধতায়,
মানুষ যেন সত্যি মানুষের সারাংশ বুঝে
আরোও সতেজতায় ছাড়তে পারে এই আদিমতা।
মানুষের অন্বেষণে বাড়িয়ে হাত রবিঠাকুর
আজো প্রাসঙ্গিক দরাজ মানুষের উন্নয়নে,
মানুষের কষ্টগুলো অচিরেই লাঘব তোমাতে
মিশে মিশে তৃপ্ত এক নন্দিত অবগাহনে।
এখানেই তুমি বিশল্যকরণী নরক গুলজারে,
এখানেই সব নিখাদ আনন্দ মিলেমিশে
একাকার রবীন্দ্রনাথে-তোমার শুভ জন্মদিনে।