ডালপালা ছেড়েছুড়ে শিমূল তুলোয় ভাসছি
চেতনে মননে।
কক্ষপথে বনবন লাট্টুটিও আমার জগৎ জুড়ে
ছড়িয়ে দিল সৌরভের ভরা ডালাখানি।
অন্ধকারের বন্ধুমনা মুখগুলো হাসি-হাসি
প্রতিভাসে আর আর ভাসে না স্মরণে।
পলকা দিন, পলকা রাত
জড়িয়ে রাখে চারপাশটা অভিসারের রোজনামচায়,
ভাসি আমি শিমূল তুলোয় নাও বানিয়ে
দুঃখের কথা নাই বা বলি রাহুর দৈন্যদশায়!
সরিয়ে রেখে ডালপালা মুক্ত পথিক সোল্লাসে
খুঁজছে দিবস সূর্যমুখী,
কেউ কেউ এসো না মওকা বুঝে এমন স্বর্ণ-অঙ্গনে,
এখন আমি কাঁপছি ভুগছি দারুনতর শ্রীচরণে!