প্রতিবাদ ঝরেছিল কলম থেকে
অমনি স্বার্থী মন গেলো বেঁকে-
কতো আপনজনরা গেছে লিখে,
কি করে থাকি তাদের না দেখে!
এ নয় শুধুই কলমের অপমান
লেখকরা সব খুইয়েছে সম্মান,
প্রশাসকের বুলিতে ঝরে জ্ঞান,
লেখকের বুকে ঝরে অভিমান।
এবার রক্তাক্ত কলমের হৃদয়,
বিদ্রোহী বুঝি একমাত্র পরিচয়,
এখন আর তাই অভিমান নয়,
কলমের কালিতে রক্ত-ঝড় বয়।।