বাজিয়ে বিয়ের সানাই
কেন কর ধানাই পানাই
বল বাছা আজ আমার
দাসী আনতে যে তোমার
বর বেশে যাব আজ সেজে
জীবন সাথী নববধূ সে যে।
উঠল ছেলে রেগে
দিল মাকে দেগে
যুগ এখন পালটে গেছে
দাসী আর নয় সে যে।
নিও তাকে করে মিতা
সে আধুনিক শিক্ষিতা।
রেখ মা কথাটি মনে
যদি রাখ তাকে যতনে
মেয়ে বলে ভালবেসে
তাকেই পাবে যে পাশে।
বধূবেশে সাথী করে নিতে
রাজবেশে বরযাত্রী সাথে
দুলিয়ে গলায় রজনীর মালা
শুভদৃষ্টি সারে গোধূলি বেলা
বাঁধি দিল চারহাত এক সাথে
চলবে তারা নব জীবন পথে
কন্যাদান করে দায়মুক্ত পিতা
শুভকামনায় পরস্পর মিতা।
রাঙিয়ে দিয়ে সিঁদুর সিঁথিতে
অনুরাগ ভরা দুই আঁখিতে
হয় অচেনা মন চিনে নিতে
দুজনের’ই জাগে বিশ্বাস তাতে।
হৃদয়ের পরশে হরষিত হৃদয়
চোখের পলকে রেখে দৃষ্টি
বন্ধনে সার্থক হোক শুভপরিণয়
হোক প্রাণে প্রেমের সৃষ্টি।