মাতৃ দিবস আর পঁচিশে বৈশাখ
মিলেছে আজ এসে একদিনে,
বীরপুরুষ কাব্য খোকার সাহসে
গর্বিত হন মায়েরা মনপ্রাণে।
কুহেলিকা সরিয়ে এলে তুমি
জোড়াসাঁকোয় মা বলে ডেকে
সূর্যের মতন ছড়িয়ে আলো
মায়ের কোলে পঁচিশে বৈশাখে।
মাতৃ দিবস আর পঁচিশে বৈশাখ
মিলেছে আজ এসে একদিনে,
বীরপুরুষ কাব্য খোকার সাহসে
গর্বিত হন মায়েরা মনপ্রাণে।
কুহেলিকা সরিয়ে এলে তুমি
জোড়াসাঁকোয় মা বলে ডেকে
সূর্যের মতন ছড়িয়ে আলো
মায়ের কোলে পঁচিশে বৈশাখে।