আজও সমাজে আর্ত পীড়িত
ভিক্ষা করে বাঁচছে যারা
সমাজে আজ তারা অবহেলিত
বেদনা তাদের বুঝছে কারা?
নিত্য বাঁচে তারা করে লড়াই
বাঁচতে হলে চাই লড়াকু মন
বিপদগামী যাত্রী প্রায় সবাই
বাড়িয়ে দিলে হাত হবে সুজন।
আজও সমাজে আর্ত পীড়িত
ভিক্ষা করে বাঁচছে যারা
সমাজে আজ তারা অবহেলিত
বেদনা তাদের বুঝছে কারা?
নিত্য বাঁচে তারা করে লড়াই
বাঁচতে হলে চাই লড়াকু মন
বিপদগামী যাত্রী প্রায় সবাই
বাড়িয়ে দিলে হাত হবে সুজন।