ক্ষণিকের অতিথি হয়ে শিউলি
প্রত্যুষে শরৎ ঋতুর দ্বারে
সুবাসিত আগমনী সুরের ডালি
ভেসে শিশির মাখায় তারে।
ঘাসের ডগায় আপন খেয়ালে
শিশিরকণা শরৎ সকালে
অমল আলোয় মাথা নোয়ালে
মুক্ত পরাণে সিন্ধুকূলে।
রঙিন আলোয় চারপাশে আজ
পুজোয় মাতে প্রাণ মন
বাজিয়ে ঢাক হবে ধুনুচি নাচ
অপেক্ষায় থাকে জনগণ।