মনের আকাশে রঙ লেগেছে স্বপ্নেরা দেয় উঁকি
আমি তো তাই স্বপ্নগুলি মনের পাতায় আঁকি।
মন চলে যায় মনের কাছে দেয় না ধরা, ফাঁকি –
মনের কোনের স্বপ্নরঙিন ভাষায় তুলে রাখি।
স্বপ্ন বুনেই এগিয়ে চলা থাকে না মনের ঝুঁকি।
জীবন হয় না রঙিন না যদি স্বপ্ন দেখি।
ভাসছে মন ডানা মেলে লাগিয়ে রঙ ঢেলে
স্বপ্নগুলো মেঘের ভেলায় উঁকি ঝুঁকি খেলে।