অনুভূতির মৃত কোষে ছড়িয়ে দিই কোলাহল,
অন্ধকার কোনে মমতা সাজিয়ে রাখে জোনাকি;
নিজেকে লুকিয়ে রাখি সন্তর্পণে নির্বাক ছায়াতলে,
অবেলার কিছু ঋণের বেড়াজালে শুনি নৈঃশব্দের ভাষা।
জেগে থাকে কাব্যময় রাত;
আমি বিভোর থাকি অক্ষরে মনপ্রাণ ঢেলে,
মায়াবী জোছনায় ভেসে যাচ্ছে কোজাগরী চাঁদ,
বেহিসেবী মাদকতা ছড়িয়ে পড়ে দিগ্বিদিক আতিশয্যে,
টেনে চলি নিজেকে জীবনমুখী ভোরের দিকে…….
প্রভাতী আলোর রং ভরে নিই অনুভবে,
মিশে যাক শিরায় উপশিরায় পুলকে,
ইচ্ছেরা ভীড় করে নৈঃশব্দের দর্পণে,
ব্যথা আগলে রাখি কাব্যের মন বারান্দায়……