দমকা হাওয়ায় উড়ছে অসন্তোষের ধূলিকণা,
সত্যের মুখে জড়িয়ে আছে সাদা নির্বাক আচ্ছাদন,
বিস্তর ফারাকের ব্যবধান জুড়ে সন্দিহান অক্ষররেখা,
ঘুণ পোকা কুড়ে কুড়ে খেয়েছ মানদণ্ড।
ক্রমেই প্রকট মুখ ও মুখোশের মাঝের যোজন দূরত্ব,
চাটুকারীর দল ঘিরে রাখে নিরন্তর অন্ধ বিশ্বাসে,
কপট জ্বালাময়ী স্ফুলিঙ্গে ঝলসে যায় বিবেক,
বৃত্তের বাইরে চলে মাখামাখি,
ভাঙনের করুণ বাঁশি বাজে দূরে,
শোনো কান পেতে কালের শ্বাশ্বত বাণী।
দেয়াল জুড়ে শুধুই পাণ্ডুলিপির পাললিক আঁচড়,
ভঙ্গুর শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ে হিম শ্বেদবিন্দু,
দমকা হাওয়ায় এখন কালবৈশাখীর তুমুল তাণ্ডব..