অজুহাত শব্দবন্ধে আর কতদিন আটকে রাখা,
খামখেয়ালীপনা বিস্তর ধূসর ধূলিঝড় অজান্তেই আনে বয়ে,
ধূলিকণার মত জমে থাকে গভীর প্রকোষ্ঠে,
স্পষ্ট করে দৃঢ় প্রত্যয়ী হোক মেরুদন্ডের বলিষ্ঠ হাড়,
দহনের আগুনে ক্ষতগুলো সেঁকে রাখি নিভৃতে।
হাওয়ায় উড়িয়ে দিয়েছি বিবর্ণতার পিলসুজ,
আঁধার রাতের দখল নিক জোনাকির আলো,
তারল্য প্রবাহ মিশে যাক বায়বীয় সুখে,
জমিয়ে রাখা বিষাদসিন্ধু লাঘব করে সহ্যের ঋতুকাল।
অনুভূতির সুতো সুখের আকাশে ছড়িয়ে দিই,
অনেক হলুদ বসন্তের উষ্ণতা ছুঁয়ে আছি,
ইপ্সিত লক্ষণরেখায় তুমি নাই বা রইলে,
ভাঙা আয়নায় খুঁজে নিও নিজের চূর্ণবিচূর্ণ অবয়ব অজুহাতের মিথ্যে বারান্দায়…