পূবের আকাশ ছড়িয়ে আলো আনন্দিত খোলা জানালা,
কান্না দিয়ে বাস্তবের মাটিতে সৌভাগ্যের ডানা মেলা,
নাড়ীর টানে সার্থক জনম তোর আগমনে,
দেখি দুচোখ ভরে জুড়ায় প্রাণ স্বপ্নের ঘোর লাগে,
দিন ভর পরিশ্রমে অশেষ ক্লান্তি বিমর্ষে,
একটু শান্তির আশ্রয় খিল খিল হাসি আর আঙ্গুল স্পর্শে।
ঘুমঘোর মুখে ভাসে দেয়ালার স্বর্গীয় অনুভুতি
চেয়ে দেখি নির্নিমেষ ঈশ্বরের করুণা অপার
ভূবন ভুলানো হাসি যেন হৃদয়ের স্পন্দন
ফিরে আসে শৈশব চেনা ছন্দ তাল।
টলোমলো পা মুখে আধো আধো বুলি,
আঙুল জড়িয়ে ধরে আলতো ছোঁয়ায়,
চোখে ঘোর বিস্ময় তাকায় এদিক ওদিক,
পেলব ঘাড় ঘুরিয়ে এপ্রান্ত ওপ্রান্ত,
আমার হৃদয়স্পন্দন আমার আত্মজ,
ওকে ঘিরেই আবর্তিত শ্বাস প্রশ্বাস,
ধমনী থেকে শিরায় শিরায় একই রক্ত প্রবাহের ধারায়,
পরম মমতায় অপত্য স্নেহে মাটির তাল পাক পূর্ণতা।