বিবর্ণ বাতাসে কেঁপে উঠে ধূসর প্রচ্ছদ,
মৃদু ঢেউ বিঘ্ন ঘটায় বিগত কিছু অণুচ্ছেদ,
মেঘের ভেতরে লুকিয়ে থাকে দ্রোহের অবদমিত কুয়াশা,
কিছু ধ্বংস মেনে নিতে হয় নির্মাণে লুকিয়ে থাকা আর্তনাদে,
নিছক ভাঙাগড়ার নিখুঁত উচ্চারণে কোণ ছুঁয়ে যায় অব্যক্ত যন্ত্রণা,
এক ভগ্নাংশ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলি সমান্তরাল ভাবে,
মুঠোভর্তি অন্ধকারে খুঁজে চলি আলোর নির্বাক বাতিঘর।
জ্যোৎস্নার বেমালুম হড়কা বানে ভেসে যায় বেদনার পিলসুজ,
প্রতিদিন স্বপ্নগুলো হারায় নিঃশব্দে বিষন্ন ঘোরে,
তবু ধরে রাখি বিশ্বাসের অবয়ব অন্তরালে আত্মিক মোহে,
দগ্ধ মায়ায় পাঁপড়িতে জড়িয়ে ধরে অলীক ইচ্ছেডানা।
ধুলো ঝাড়া সাদাকালো অক্ষরের আলপথ খোঁজে আলোপথ,
প্রতিচ্ছবিতে আঁকা থাকে বৃত্তের ঘেরাটোপ,
প্রচ্ছদ এঁকে চলে জীবনের সাবলীল জলরং……