নোনা ধরা বাতাস ছুঁয়েছে হলুদ ছোপ রোদ্দুর,
অভিমানের মোড়কে শব্দ গোপন করে ভাবুক বর্ণমালা,
উসকে দেয় পরিযায়ী পাখির শিকড় ছাড়া উচ্ছাস,
মানচিত্র জুড়ে অবাধ্য ডানার বেহিসেবী উড়ানসুখ,
অবয়বে দলবদ্ধ জমাট শোকগলো উবে যায় বাষ্পীভূত হয়ে………
জমানো কথা শেষ হতেই নিঃসঙ্গ হয় সময়,
নির্জন রাস্তায় হেঁটে চলে সম্মিলিত ভুলের তহবিল,
অচেনা দূরত্বে পড়ে আছে অযুত সুখের বীজ,
প্রেম অপ্রেম দানা বাঁধে তাল হারা ছন্দে,
অর্থহীন কিছু মেঘ বলে চলে ভালোবাসার কথা……..
এলোমেলো ভাবে ছায়া ঘোরে পরিযায়ী দম্ভে,
রোদ্দুর ক্লান্ত হতে হতে জরীপ করে ম্লান আলো,
জোনাকির আলো মেলে ধরে আঁধারের মর্মকথা,
অনুভূতির রোজনামচা জুড়ে শুধুই শর্তহীন অনুসুখ ….