আয়নাটা ভেঙেই গেল অবশেষে,
ঝুরঝুর করে ক্ষমতা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে,
অজস্র মুখ থেকে নিঃসৃত রসে আটকে গেছে পা,
ভাগ্যিস সবাই এখন গভীর নিদ্রায় মগ্ন,
খোলনলচে পাল্টে চিঠি পৌঁছে গেছে অন্ধকারের ঠিকানায়।
আকাশের ভারী মেঘ পুরোদস্তুর জলভরা,
অনুচ্চারিত শব্দের ক্লেদ বর্জে থই থই প্লাবন,
কলমের তারল্য প্রবাহের অনাসৃষ্টির তীব্র সুখ,
উৎসমুখের শিরদাঁড়ায় নিরন্তর খেলে গভীর অন্তর্ঘাত।
অট্টহাসিতে ফেঁটে যাবে জমাট কোলাহল,
হরফের শরীর ময় কাঁটার ঝোপঝাড়,
ভাঙা আয়না খুঁজে চলে জাতিস্মর অতীত….