নও তো নারী,নও যে পুরুষ,
প্রতিবন্ধী মন,দেখনি আরুষ।
ধমনীতে পাপ,নিকষ রাত—
তুমি যে রক্তবীজের জাত!
নও তো মানুষ,নও যে ক্লীব,
প্রাণী অবয়বে এক নির্জীব।
ভুলেছো সত্ত্বা,মন অবাধ্য,
নারী মাংসই শুধু যে খাদ্য!
ভুলেছো জাতি,ভুলেছো রক্ত!
এ কোন্ অসুরের পরম ভক্ত!
কেঁদেছে মানব,জেগেছো দানব—
শালীনতার জ্যান্ত শব।
দীর্ঘ নিশ্বাস,গভীর অবিশ্বাস,
অভিশপ্ত দিনের গরল আশ্বাস।
অগুনতি জোনাক,প্রোথিত পিনাক
দুঃস্বপনের কালরাত থাক।
অসুরদলনী,সংহারীনি,
বিনাশকারী সেই রমণী।
পাবে না মৃত্যু,পাবে না মুক্তি
ধর্ষকজীবন এক মিথ্যা যুক্তি।।