বিদায় বেলায় বাজবে না কোনো শেষ রাগিণীর বীন
মনের মণিকোঠায় স্মৃতিটুকু থাক শ্বাশ্বত অমলিন।
কিছু হল দেওয়া,কিছুটা নেওয়া,কিছুটা রইল বাকি—
মান অভিমানের অটুট বুননে কিছুটা ফাঁকির ফাঁকি।
কিসের অপমান,কিবা সম্মান,উচ্চ নীচের ভেদ,
ঠুনকো মেকি অনুভবে বাড়ে সম্পর্কে মেদ।
ভোরের ফোটা শিউলি ফুল গন্ধ যে বিলায়—
ক্ষণিকের অতিথি সে যে ম্লান হয়ে যায়।
ক্যানভাসে সাজে সুখের ছবি,মুক্তি যাতনাহীন—
সাদা কালো নয়,বর্ণাঢ্য বিদায়,জমকালো রঙীন।।