একটি নীলাভ ডানার পাখি ,
উড়ে চলেছে দূর দিগন্তের ওপারে—
আকাশের নীল তাকে করেছে দিশেহারা।
ভেসে চলেছে সে অনন্ত আকাশে মেঘেদের সাথে!
সহসা কখন যেন আনমনে পাখির নরম বুকে–
চিনচিনে একটা মৃদু ব্যথা অনুভূত হলো।
অমনি সে তরিৎ গতিতে নীচে —
নেমে আসতে ব্যস্ত হয়ে উঠলো!
তার হালকা ডানাদুটো কখনো ভেসে,
কখনো কেঁপে কেঁপে
তাকে নীড়ের টানে নীচে নামিয়ে দিলো।
ধীরে ধীরে গভীর আবেশে —
নীড়ে ফিরে এলো অবশেষে।
ছোট্ট ছোট্ট ছানাগুলো কিচিরমিচির শব্দে
মায়ের বুকে লেপ্টে থাকে রোজ রোজ!
শুধু আজই শূন্য বাসা নীরবে পড়ে আছে ;
ছোট্ট ছানারা নেই,তারা যে চুরি হয়ে গেছে।।