কুৎসার ঝর্নায় স্নান করে
এখনো বেঁচে আছি
কবে থেকে মাকড়সার জাল ছিঁড়ছি
তবুও নিঃশ্বাস নিতে পারি
কতো প্রতারনার রুমাল উপহার পেয়েছি
তবু ফুলের গন্ধ পাই
প্রতিটি ভাতের দানায় দূষণ
তবু এন্টাসিড লাগেনা
এরা ভাবে এরা অমর
কি অদ্ভুত
এরা জানেনা
ডায়নোসোরাসেরও এক্সপায়ারি ডেট ছিল