ঈশ্বরেরও নখ আছে
দাঁত, চুল বড়ো হয়
প্রচারে কতো নিষ্ঠা
জানতাম না বোধিবৃক্ষ আমি
জানার পরে দেখি
গাছে একটিও নেই সাদা পৃষ্ঠা
ক্ষুর দিয়ে চিড়লাম
যাবতীয় কান্নার ফোঁটা
সাজালাম বাছাই করা কু – বিশেষণ
দেখলাম সব অশ্রু ধরে রেখেছে
আমরাই ত্বক দিয়ে প্রস্তুত
ম্যাজিক প্রহশন