আমার বিষাদ বেলায় তুমি
আছো সর্ব উল্লাসে
আমার অপমানের স্নানে
দাঁড়িয়ে থাকো পাশে
ঘরে বাঁধানো ছবি নেই
পদক্ষেপে চলছে নদী কোপাই
আলখাল্লায় অনন্ত সোনাঝুরি
শুধু সেখানে মাথা নোয়াই
শুধু একটি কথাই জানি
শুধু একটি কথাই বুঝি
আমার নিত্য কালোর শেষে
পুবে, তোমার দেখা রোজই
কাগজে বুনোছো যা
সে যে নিছক শব্দ না
সে যে জগৎ – বন্যা আলো
মোছে মোর সকল যাতনা