অদক্ষ কান্ডারীর হাতে জীবন সঁপে
বসে থাকা আর মৃত্যুর প্রহর গোনা
একই কথা!
যে জাহাজ টলমল,যেকোন সময়
ডুবে যেতে পারে,
তুফান দেখেই যে ক্যাপ্টেন
দিশেহারা!
মুখে মিথ্যে সাহস দেখানো,
চল্লিশ ইঞ্চি ছাতির ভড়ংবাজি!
উত্তাল সমুদ্র বক্ষে ডুবন্ত জাহাজের
যাত্রীরা কেউ ঘুমে অচেতন,
আবার কেউ জীবন্ত সলিল সমাধির
আশঙ্কায় ভয়ে দিশেহারা!
কেউ আবার কতক্ষণে নক্ষত্রের দেশে
যাবে, আকাশের তারা হবে,নিশ্চিত মৃত্যু
বুঝে তারই-প্রতীক্ষায় প্রহর গোনে!
দিশাহীন অদক্ষ কর্ণধারের খামখেয়ালীপনা,
ঢেউয়ের সঙ্গে বাজি ধরে
চলে তার মরণ খেলা!
জাহাজের ভার কমাতে যাত্রীদের মূল্যবান
সামগ্রী সমুদ্রের জলে ছুঁড়ে ফেলা!
অথচ,ক্যাপ্টেন নিজে তৈরী রেখেছেন
লাইফবোট!
নিজে লাইফ জ্যাকেট পরে যাত্রীদের
অভয় দিয়ে চলেছেন।
বুঝতে দিতে চান না,
যাত্রীরা এক আনাড়ি কান্ডারীর হাতে
জীবন সঁপে বসে আছেন!