বাইরেই থাক স্যাঁতস্যাঁতে মনের জানালা,
একটু ভেজানো ঈষৎ ঝুঁকে,
এক চুপ রোদ্দুর চুপি দিয়ে যাক চুপিচুপি,
উষ্ণতায় ভেজা হৃদয় থেকে উঠে আসবে তরল সম্মোহনী বাষ্প,
বায়বীয় আঁচল ছুঁয়ে মিশে যাক দিগন্তের আনন্দে…..
চুপকথায় জমে আছে ঋণের স্তূপ,
লুকোচুরির তন্ময় মনোযোগে ঋতুর সুনিপুণ আলোছায়া,
চৌকাঠের ঘেরাটোপেই সেরে ফেলি জীবনের অণুগল্প পাঠ,
ভেতর বাইরের সন্ধিক্ষণে পা জুড়ে অস্থির সঞ্চালন,
ভাব ও ভাবনার দোলাচলে ছুঁয়ে যায় গোধূলির ম্লান আলো……..
নিদেনপক্ষে জোনাকির রেশ টুকু হোক বরাদ্দ,
বড়ই বিষম গণিতের নিরীহ সহজপাঠ,
পায়ে পায়ে মনের ভেতর কেবলই অস্থিরতার সাপ লুডো খেলা..