নির্ঘুম প্রহরে খুঁজে চলি সুখের বসতবাড়ি,
ছন্নছাড়া লতাগুল্মে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা শৈশবের উঠোন,
সময়ের গণ্ডী ছাড়িয়ে বেহিসেবী খোলামকুচি আনন্দ,
ধোপদুরস্ত চকচকে অলঙ্কারিক মেকি ভিত নয়,
নয় আড়মোড়া ভাঙা সুখের উদ্বৃত্ত অ-সুখ…..
তারল্য চুপটি করে বসে থাকে বুকের ভেতর,
বেমালুম ধূলিকণা পরাগ মাখে আপাদমস্তক,
দু এক পশলা রিমঝিমে
সোঁদাগন্ধ সুখে স্নায়ূ হাসে,
কাগজের নৌকো ভাসে দুলে দুলে খেলাচ্ছলে,
দলছুট আনন্দে আত্মহারা লুকোচুরির অনন্ত বসন্তে…..
ছুঁয়ে থাক শান্তির নীড়,
নির্ঘুম প্রহরে নির্ঝর ধারায়,
স্বপ্নে বিভোর রূপকথা,
সুখ কথায় জাল বোনে,
উথলে ওঠে সহজসুখে…..