তারপর জীবনের সব লেন দেন,
বুকের গভীরে নিয়ে মৌন হইলেম।
তবুও কি অবশেষ ছিল কিছু কথা?
ছিল কি দেবার মতো নতুন বারতা?
জানি কেউ শুনবে না আমার কাহিনী,
সকলে প্রথমে ভাবে আপনার হানি।
কোন কথা কোন খানে কিভাবে বলিবে,
কখন কাহার সাথে কেমন চলিবে।
এসব এখন আর কেউই বলে না,
মনে মনে সব কিছু সকলের জানা।
এর মাঝে কেউ কেউ ভুলে গিয়ে সব,
অপরের কথা ভেবে করে কলরব।
তখনি আঘাত নামে অশনি ধারায়,
সম্রাটের তীঘ্ন অসি রক্ত পেতে চায়।