কথাগুলি থমকে দাঁড়ায় দোরগোড়ায়,
বাইরে তখন হাজার লোকের হট্টগোল!
ভ্রু কুঁচকে গন্ধ শোকে লম্বা নাকে
ময়না পাখি দাঁড়ে বসে দে দোল দোল।
কথাগুলি গাছের ছায়ায় ঝিমায় বসে,
রৌদ্র তখন মাঝ আকাশে আগুন ছড়ায়!
কারা যেন যন্ত্রণাতে আঁতকে ওঠে,
হঠাৎ করে রায়বেশেরা উঠে দাঁড়ায়।
কথাগুলি নদীর বুকে সাঁতার কাটে,
উথালপাতাল ঢেউয়ের সাথে উজান বায়!
কুয়াশাতে যায় না দেখা সর্ষে হলুদ,
পরিযায়ী পাখির সাথে দিন কেটে যায়।
কথাগুলি পাখনা মেলে ভর দুপুরে,
এলোমেলো হাওয়ায় ওড়ে সারাদিন!
ভাবনা ভাসে সাগর জলে জোয়ার ভাটায়
খুশিরা সব গোলকধাঁধাঁয় অন্তরিন।।