ঈদ মানে আনন্দ হাসি খুশী উচ্ছ্বাস
বাঁকা চাঁদ বুকে নিয়ে গর্বিত নীলাকাশ।
জামা শাড়ি পাঞ্জাবি জুতো টুপি কি চমক!
দেখা হলে কোলাকুলি বলে ঈদ মোবারক।
কোর্মা পোলাও দিয়ে বাড়ি বাড়ি মহাভোজ,
উপোষী যে ভুখা শিশু নিয়েছো কি তাঁর খোজ?
পথে বাড়ি পথে ঘর ওরা চায় অল্প,
ওদের তো নিত রোজা ঈদ মানে গল্প!
ধনী জন খেয়ে ফেলে ওরা ফেলা তুলে খায়,
ভুখা শুধু ক্ষুধা চেনে -উৎসব আসে যায়!
দোকানে পুতুল ছেলে লাল পাঞ্জাবি গায়,
বাইরে দাঁড়িয়ে দেখে পথ শিশু সুখ পায়।
টোকাই না হয়ে যদি দোকানে পুতুল হতো,
তাহলে ‘ই ঈদ এলে জামা জুতো পেতো কত!
বকা মার খেয়ে খেয়ে জীবন ‘টা বরবাদ,
কেউ ফিরে চায় নাকো কোথা রাখে ফরিয়াদ?
এসো আজ ভেদাভেদ যত আছে তুলে নিই,
অভুক্ত শিশু’টাকে একবেলা খেতে দিই!